October 4, 2023, 10:32 am
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের
পাশে দাড়িয়েছেন ফারিয়া !
স্টাফ রিপোর্টার:
ফারিয়াস মিরর এবং ফারিয়া এ্যান্ড শামিম’স ভ্লগ এর স্বত্ত্বাধিকার নাসরিন আকতার ফারিয়া’ই বাংলাদেশের প্রথম ব্র্যান্ড প্রমোটার যিনি বঙ্গবাজারে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের পাশে দাড়িয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের প্রতিশ্রুতিদেন যে, ঈদ এর ব্যস্তম শিডিউল থাকা সত্তেও আজ থেকে শুরু করে চাঁদ রাত পর্যন্ত ব্যবসায়িদের চাহিদা অনুযায়ী বিনা পারিশ্রমিকে প্রতিদিন ১-২ টি লাইভ করে দিবেন। এছাড়াও ফারিয়াস মিরর বিভিন্ন সংস্থার মাধ্যমে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতিদেন।
এসময় নাসরিন আকতার ফারিয়া বলেন, ঘুড়ে দাঁড়াক বঙ্গবাজার, আমরা সবাই জানি সম্প্রতি বঙ্গবাজারে ঘটে যাওয়া বিভিষিকাময় অগ্নিকান্ডের কথা, যেখানে পুড়ে যায় অগনিত মানুষের স্বপ্ন। তবে আমি মনে করি বঙ্গবাজারের ব্যবসায়ীদের অদম্য ইচ্ছা আর প্রচেষ্টার পাশাপাশি আমরা সবাই যদি তাদের পাশে গিয়ে দাড়াই তবে তারা আবারো ঘুড়ে দাড়াতে পারেন।
এজন্য আমি এই সকল ব্যবসায়ীদের পাশে দাড়ানোর জন্য একটি নতুন উদ্যোগ নিয়েছি যেখানে প্রতিদিন ১ টি লাইভে বঙ্গবাজারের ব্যবসায়ীদের ঘুড়ে দাড়ানোর এই নতুন প্রচেষ্টা এবং তাদের পন্যগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তবে এক্ষেত্রে সবচেয়ে বেশী প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা আবারো এই সব ব্যবসায়ীদের থেকে পন্য কিনতে আসুন, যাতে করে তারা একটু আশার আলো খুজে পায়।
Leave a Reply