October 4, 2023, 11:04 am
শরীয়তপুরে ইকবাল হোসেন অপু এমপি’র উদ্যোগে ইফতার বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকালে জেলা শহরের চৌরঙ্গী এলাকায় অসহায়দের (দিনমজুর, রিক্সা, ভ্যান, সিএনজ চালক ও পথচারী) মাঝে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় ইকবাল হোসেন অপু এমপি’র সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আলমগীর মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
Leave a Reply