October 4, 2023, 10:02 am
নিউজ ডেস্কঃ ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও দৃশ্যপট পাল্টে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি টাইগাররা। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাটলার-ডেভিড মালানদের হারিয়ে ইতিহাস লিখেছে সাকিব-মুস্তাফিজরা। এবার বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি২০ সিরিজ জিততে মাঠে নামবে টাইগার বাহিনী। আজকের ম্যাচে সিরিজ জিততে পারলে তা হবে ইতিহাস।
রবিবার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বেলা তিনটায়।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং-বোলিং সব বিভাগেই ইংলিশদের থেকে ঢের এগিয়ে ছিল টাইগাররা। ১৭০ স্ট্রাইকরেটে প্রথম টি-টোয়েন্টিতে শান্ত উপহার দিয়েছেন দারুণ এক ফিফটি। এর বাইরে অভিষেক হওয়া তৌহিদ হৃদয় আর ৮ বছর পর জাতীয় দলে ফেরা রনি তালুকদারও খেলেছেন বেশ স্বাচ্ছন্দ্যে। দ্যুতি ছড়িয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। সব মিলিয়ে সাকিবের নেতৃত্বে তারুণ্য নির্ভর দলটি চট্টগ্রামের দর্শকদের উপহার দিয়েছে চোখ ধাঁধানো পারফরম্যান্স।
এদিকে সিরিজ জয়ের লক্ষ্যে গতকাল (শনিবার) সকালে অনুশীলনে ঘাম ঝরান স্বাগতিক ক্রিকেটাররা। প্রথমে গা গরমের ফুটবল খেলেন আফিফ-তাসকিনরা। এরপর মাঠে ক্যাচিং করে ইনডোরে ব্যাটিং-বোলিং অনুশীলনে অংশ নেন তারা। অন্যদিকে ঐচ্ছিক বলা হলেও শনিবার গোটা দল নিয়েই মিরপুরে অনুশীলন করে ইংলিশরা। প্রথম ম্যাচ হেরে সিরিজ বাঁচানোর অভিযানে নিজেদের প্রস্তুতিতে এদিন কোনো ছাড় দেয়নি বাটলার-ডেভিড মালানরা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামার আগে শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে আসেন টাইগার পেসার হাসান মাহমুদ। সেখানে তরুণ এই পেসার জানান, ‘এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।’
তিনি আরও জানান, ‘চেষ্টা থাকবে এটা ধরে রাখার। ভালো কিছুই হবে। অধিনায়ক আমাদের সাহস দিচ্ছেন। দলে আমরা সবাই তরুণ। সব কিছু মিলে ঠিকঠাক চলছে।’
Leave a Reply